GearBest

Gearbest APP

আসছে নকিয়ার নতুন স্মার্টফোন


নতুন আরেকটি অ্যান্ড্রয়েডচালিত স্মার্টফোন বাজারে আনতে যাচ্ছে নকিয়া। এবারে মডেলটির নাম হবে নকিয়া ৮। এর দাম হতে পারে ৬০০ মার্কিন ডলার। এর আগে নকিয়া ৩, ৫, ৬ মডেলের স্মার্টফোন বাজারে ছেড়েছে এইচএমডি গ্লোবাল। ফিনল্যান্ডের মোবাইল নির্মাতা এই প্রতিষ্ঠানটি নকিয়ার কাছ থেকে ব্র্যান্ড নাম কিনে নকিয়া ফোন তৈরি ও বাজারজাত করছে। 

প্রযুক্তি বিশ্বে নকিয়ার নতুন দুটি স্মার্টফোন ঘিরে গুঞ্জন তৈরি হয়েছে। এর মধ্যে অন্যতম নকিয়া ৮। আরেকটি মডেল হবে নকিয়া ৯। নকিয়া ৮ হচ্ছে হাই-এন্ড স্মার্টফোন আর ৯ হবে ফ্ল্যাগশিপ স্মার্টফোন। অবশ্য নতুন এ দুটি মডেল সম্পর্কে আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি এইচএমডি। 
জার্মানির প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট উইনফিউচার বলছে, নকিয়া ৮-এর মডেল নম্বর টিএ ১০০৪। আগে এ মডেলটিকে নকিয়া ৯ মনে করা হচ্ছিল। তবে নকিয়া ৯-এর বদলে তা নকিয়া ৮ হিসেবে বাজারে আসতে পারে। 
কী থাকবে নকিয়া ৮-এ? ধারণা করা হচ্ছে, স্মার্টফোনটিতে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮৩৫ প্রসেসর, চার জিবি র‍্যাম, ডুয়াল সিম, ৬৪ জিবি ইন্টারনাল মেমোরি থাকবে। এতে কোয়াড এইচডি (১৪৪০ বাই ২৫৬০ পিক্সেল) ডিসপ্লে থাকবে। ডিসপ্লের মাপ হবে ৫ দশমিক ৩ ইঞ্চি। এতে জেইস ব্র্যান্ডের ক্যামেরা থাকবে। চারটি রঙে বাজারে আসবে নকিয়া। জুলাই মাসের শেষ নাগাদ ইউরোপের বাজারে ফোনটি আসবে। পরে অন্যান্য দেশের বাজারে এটি ছাড়তে পারে এইচএমডি গ্লোবাল।

No comments

Avengers Endgame Full Movie Download For Free

Download The Full Movie Now For Free Download Now! Download The Full Movie Now For Free Download Now! Download Th...

©2016-2017 Amit Angon. Theme images by mariusFM77. Powered by Blogger.