বেড়েছে শাওমির ফোন বিক্রি
এ বছরের দ্বিতীয় প্রান্তিক, অর্থাৎ এপ্রিল থেকে জুন—এই তিন মাসে চীনের স্মার্টফোন ব্র্যান্ড শাওমির স্মার্টফোন বিক্রি ৭০ শতাংশ বেড়েছে। গতকাল শুক্রবার শাওমি কর্তৃপক্ষ এ ঘোষণা দিয়েছে। তাদের দাবি, বছরের দ্বিতীয় প্রান্তিকে দুই কোটি ৩১ লাখ ৬০ হাজার ইউনিট স্মার্টফোন বিক্রি হয়েছে, যা প্রথম প্রান্তিকের চেয়ে ৭০ শতাংশ বেশি।
শাওমির প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা লেই জুন বলেছেন, শাওমিতে ক্রমাগত বিনিয়োগ এবং অনলাইন ও অফলাইন বিক্রি সমন্বয় করে বৈশ্বিক বাজারে এ উন্নতি দেখা গেছে।
এ বছরের শুরুতে শাওমি কর্তৃপক্ষ প্রায় দেড় হাজার কোটি মার্কিন ডলার আয়ের লক্ষ্য নির্ধারণ করে শাওমি। বছরের দ্বিতীয় প্রান্তিকে রেকর্ড স্মার্টফোন বিক্রির বিষয়টিকে সুযোগ হিসেবে দেখছেন শাওমির প্রধান নির্বাহী। এবারে তিনি শাওমির জন্য নতুন লক্ষ্য নির্ধারণ করেছেন। ২০১৮ সালে ১০ কোটি স্মার্টফোন বিক্রির লক্ষ্য শাওমির।
জুন বলেছেন, নতুন অধ্যায়ের শুরু হলো। সামনে অনেক সম্ভাবনা ছড়িয়ে রয়েছে। তথ্যসূত্র: আইএএনএস।
No comments